
প্রতিবেদক: কামরুল সিফাতউল্লাহ
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের খুলশীতে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর খুলশী থানাধীন আম বাগান মোড় থেকে শুরু হওয়া এই মিছিল লালখান বাজার হয়ে টাইগার পাস মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা ও যুবদলের সংগঠক মো. মুসা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল ইসলাম বলেন, ‘ভারত বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে দেশের জনগণ তা রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। যে জাতি জীবন দিতে জানে, সে জাতি কখনো হারতে জানে না।’
মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের স্লোগানে উঠে আসে, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক এবং ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।