মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আশীষ পুরোহিত (৬৫) নামে একজনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় সীমান্তে এই ঘটনা ঘটে।

আটক আশীষ পুরোহিত চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। স্থানীয়রা জানান, তার মোবাইল ফোনে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পাওয়া গেছে।

সন্দেহজনক গতিবিধি, সীমান্তে আটক

জানা গেছে, আশীষ পুরোহিত অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় প্রবেশের চেষ্টা করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। বিজিবি ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, ভারতীয় আধার কার্ড এবং মোবাইল ফোন জব্দ করে।

বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশীষ পুরোহিত স্বীকার করেছেন যে তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। তবে, দ্বৈত নাগরিকত্ব এবং সীমান্ত পারাপারের অভিযোগে তাকে আইনি প্রক্রিয়ার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

— চিটাগং ট্রিবিউন

 

সর্বাধিক পঠিত