
প্রতিবেদক: নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দলিল জালিয়াতির অভিযোগে নামজারি করতে এসে ওমর আলী (২৮) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তিনি সদর ইউনিয়নের টেকানগর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ২৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে ওমর আলী, মৃত চান্দ আলীর ছেলে, নাসিরনগর উপজেলা ভূমি অফিসে একটি নামজারি মোকদ্দমা আবেদনের প্রক্রিয়ায় স্বাক্ষর জালিয়াতি করে ধরা পড়েন। সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার দলিলের স্বাক্ষর সন্দেহজনক মনে হওয়ায় তা যাচাই করতে সাব-রেজিস্টার জামাল উদ্দিনের সহায়তা নেন। যাচাইয়ে দেখা যায়, দলিলগুলোর স্বাক্ষর মেলেনি।
শুনানি চলাকালে, ওমর আলী স্বীকার করেন যে, নাসিরনগর সাব-রেজিস্টার অফিসের নকলনবীশসহ কয়েকজনের সহায়তায় তিনি জালিয়াতিতে জড়িত ছিলেন। পরে ওমর আলীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপরাধের স্বীকারোক্তি নিলে সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের নির্দেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়।