শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ভোটার তালিকা হালনাগাদে আবশ্যিকভাবে সঠিক তথ্য উপাত্ত থাকতে হবে- জেলা প্রশাসক শামীম আরা রিনি

 

খাদিজা আক্তার; বান্দরবান

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষ্যে বান্দরবানে তথ্যসংগ্রকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি(রোববার) সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম (অ.দা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: আবু তালেব, জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।

ভোটার তালিকা হালনাগাদ করার সময় সঠিক ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ এবং কোনপ্রকার বাস্তুচ্যুত ভিন্ন দেশের নাগরিক যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয় সেদিকে যত্নশীল হতে উপস্থিত বক্তারা আহবান জানান। এছাড়াও তথ্যসংগ্রহে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য প্রশিক্ষণ কর্মশালায় ৮৬ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত