মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থার শূন্যপদ পূরণের নির্দেশনা

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও অধীন দপ্তর/সংস্থায় বর্তমান সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা ৪,৭৩,০০১ টি। ২০২৩ সালের সরকারি চাকুরীজীবী পরিসংখ্যান অনুযায়ী এ শূন্য পদের তথ্য জানা যায়। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩৬৮৮টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার ০২/১২/২০২৪ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) শুধুমাত্র ১ম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে ২য় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্থ দপ্তর/সংস্থা/কর্পোরেশন/কোম্পানী কর্তৃক পূরণ করা হয়ে থাকে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ণিত তথ্যমতে দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

তাই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসসমূহে অনুমোদিত শূন্য পদসমূহ বিধি মোতাবেক পূরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এতদ্ব্যতীত শূন্যপদ পূরণে ইতোমধ্যে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেসকল তথ্যাদি ওয়ার্ড ফাইলসহ পত্রপ্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত