
ঢাবি প্রতিনিধি
জনপ্রিয় গায়ক আমির হোসেন মাগসুদলু, যিনি দেশটিতে ‘তাতালু’ নামে পরিচিত, মহানবী (সা.)-কে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পেয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম অবমাননাসহ বিভিন্ন অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া তাতালুর মামলাটি পুনরায় খোলা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রসিকিউটরের আপত্তি মেনে নেয়ার পর আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।
তবে রায়টি এখনও চূড়ান্ত নয়, এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। ৩৭ বছর বয়সী এই শিল্পী ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন। গত বছরের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে।
এর আগেও বিভিন্ন অপরাধে তাতালুকে অভিযুক্ত করা হয়েছে। ‘পতিতাবৃত্তি’ প্রচারের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগও আনা হয়েছিল তার বিরুদ্ধে।
২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে একটি গান প্রকাশ করেছিলেন, যা পরবর্তীতে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে নতুন করে আলোচনায় আসে। ২০১৭ সালে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি বিতর্কিত টেলিভিশন বৈঠকেও অংশ নেন।