শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

মহেশখালী কুতুবজুম দাখিল মাদ্রাসার সভাপতি এড. রহিম উল্লাহ

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার কুতুবজুম জামেউস সুন্নাহ দারুল উলূম দাখিল মাদ্রাসার এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এড. রহিম উল্লাহ।

বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক ড. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী ছয় মাসের জন্য সভাপতি সহ মোট চারজন সদস্যদের মনোনীত করা হয়েছে।

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অভিভাবক সদস্য ডা. এনায়েত উল্লাহ, সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ হোসাইন, সদস্য সচিব চলমান সুপার/ ভারপ্রাপ্ত সুপার।

প্রজ্ঞাপন সূত্রে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা/থানার কুতুবজুম জামেউস সুন্নাহ দারুল উলূম দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়, মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান ৩৮ অনুসারে এ কমিটি যে কোন সময় বাতিল করা যাবে। বর্তমান এডহক কমিটির সময়সীমার মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে।আগামী পরীক্ষার ফলাফল গুনগত ও সংখ্যাগত দিক দিয়ে সন্তোষজনক হতে হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য কমিটিকে দায়িত্ব পালন করতে হবে।

কমিটির নতুন সভাপতি এড. রহিম উল্লাহ জানান, এডহক কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক আমাকে মনোনীত করেছেন। অত্র প্রতিষ্টানের সাবেক ছাত্র হিসেবে আমি নিজেকে গর্ববোধ করছি এজন্য যে, আমি আবার আমার প্রিয় শিক্ষাগুরুদের স্নেহ এবং ভালবাসা পাব। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমার প্রিয় প্রতিষ্টানের একাডেমিক, অবকাঠামোগত এবং সার্বিক উন্নয়নে সবার পরামর্শ এবং সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব।

সর্বাধিক পঠিত