শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি

 

খাদিজা আক্তার, বান্দরবান

বান্দরবানের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি।

০৮ মার্চ (শনিবার) বেলা ১২ টায় এইসকল প্রতিষ্ঠানে গিয়ে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের খোজখবর নেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। কথা বলে পরিচালনা কমিটির সাথে। জানতে চান সমস্যা ও বর্তমান অবস্থা সম্পর্কে। পরে এক সকল প্রতিষ্ঠানে বিতরণ করেন ইফতার সামগ্রী।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো- ছোলা, মুড়ি, আলু, তেল, খেজুর, সেমাই, চিড়া, পেয়াজ ইত্যাদি।
এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তালেব, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম হাসান, নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান।

সর্বাধিক পঠিত