
আবু ছিদ্দিক, আলীকদম উপজেলা প্রতিনিধি
মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আলীকদম উপজেলা জামায়াতে ইসলামী । আজ শনিবার (১ মার্চ ) আসরের নামাযের পর ক্যান্টিন মোড় থেকে মিছিলটি শুরু করে আলীকদম বাজার প্রদক্ষিণ করে বাজারের নাসির সওদাগরের দোকানের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক ইলাহি।
তিনি সমাবেশে বক্তব্যে বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে । সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না । আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন । রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।
উক্ত স্বাগত মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার সেক্রেটারি সাদেক মিয়া,১নং আলীকদম ইউনিয়নের সভাপতি মাহমুদুল হক, ৩ নং নয়া পাড়া ইউনিয়নের সভাপতি মুরাদুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আলীকদম উপজেলা শাখার সভাপতি জনাব মাহমুদুল হাসান,শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সেক্রেটারির নেতৃত্বে স্বতঃস্ফূর্ত সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।