শনিবার, এপ্রিল ৫, ২০২৫

রক্তদানে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের অর্ণব

নিয়মিত রক্তদান করা একটি ভালো অভ্যাস। রক্তদান করাতে স্বাস্থ্যঝুঁকির কোনো সম্ভাবনা নেই। বরং এর জন্য একটি সুন্দর মন থাকাই যথেষ্ট।এছাড়াও নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়।প্রতিবার রক্তদানের পর রক্তদাতার অস্থিমজ্জা নতুন রক্তকণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। ফলে রক্তদানের দুই-তিন সপ্তাহের মধ্যে সে ঘাটতি পূরণ হয়ে যায়।

স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে। কারণ এই এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে,নিয়মিত রক্তদান ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।এছাড়াও মানবিক,সামাজিক ও ধর্মীয় সব দৃষ্টিকোণ থেকেই রক্তদাতা অনাবিল আনন্দ অনুভব করেন এবং সামাজিকভাবে বিশেষ মর্যাদাও পান।

এরই ধারাবাহিকতায় রক্ত দানে সবাইকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের সন্তান অর্ণব দাশ।এবিষয়ে অর্ণব বলেন,দেশে রক্ত সংগ্রহ করা হয় ৬ লাখ থেকে সাড়ে ৬ লাখ ব্যাগ যেখানে বছরে প্রায় ৮ লাখ থেকে ৯ লাখ ব্যাগ রক্তের চাহিদা রয়েছে।ফলে বাকি ৩ লাখ ব্যাগ রক্ত সংগ্রহের জন্য প্রয়োজন জনগণকে সচেতন করা।এ সচেতনতা কে সবার মাঝে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আজকের পত্রিকার সামাজিক প্লাটফর্ম পাঠকবন্ধু।

তিনি আরো বলেন,আমরা প্রতিনিয়ত সামাজিক কাজ করে থাকি।সেচ্ছায় রক্তদান সামাজিক কাজেরই একটা অংশ।আমাদের মনে রাখতে হবে রক্ত দানে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।পাশাপাশি এই রক্ত দান আমাদের ক্যান্সার প্রতিরোধেও যে সহায়তা করে।এবিষয়টা মনে রাখা খুব জরুরী।তাই আমি মনে করি আমাদের সুস্থ সুন্দর জীবন যাপনে ৩ মাস পর পর রক্তদান কর্মসূচিতে অংশ নেয়া প্রয়োজন।এমন সেবা মুলক কাজে নিজেকে যুক্ত রাখার মাধ্যমে এক চমৎকার ভালা লাগা কাজ করে নিজের মধ্যে।  তাই সকলের প্রতি অনুরোধ থাকবে স্বেচ্ছায় রক্তদানের এই কার্যক্রম কে সবার মাঝে পৌঁছে দিতে আমাদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসা  প্রয়োজন।

সর্বাধিক পঠিত