
মো:কামরুল ইসলাম ফয়সাল, রাঙামাটি।
রাঙামাটিতে ইয়াবা নিয়ে বাচ্চা সহ এক দম্পতিকে আটক করেছে রাঙামাটি জেলা পুলিশ।
রবিবার সকালে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে আসার পথে রাঙামাটি শহরের মানিকছড়ি যৌথ বাহিনীর চেক পোস্টে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে মো. ওয়াসিস (৪২) ও রুজি আক্তার (৩২) দম্পতিকে আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সাইফুল ইসলাম।
এসময় দম্পতির কাছে থেকে প্রায় ১০হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।