শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

রাঙামাটিতে ইসলামিক সেন্টার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি

 

মো.কামরুল ইসলাম ফয়সাল,রাঙামাটি

রাঙামাটিতে ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত জেলা শহরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের অভ্যন্তরে মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয় ও আল আমীন মাদ্রাসা গুলোর নানাবিধ সমস্যা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে রাঙামাটি ইসলামীক সেন্টারে জেলা ইসলামিক সেন্টারের নেতৃবৃন্দদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন তিনি।
আলোচনা সভায়, জেলা প্রশাসকের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন গুলোর সংস্কার সহ নানাবিধ সমস্যা কথা তুলে ধরেন জামায়াতের নেতৃবৃন্দরা। এতে জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার সহ সার্বিক বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি ইসলামিক সেন্টারের সভাপতি এ্যাড, মোক্তার হোসেন, মুজাদ্দেদী আলফেসানী উচ্চবিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান মো.জাহাঙ্গীর আলম, আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, ইসলামিক সেন্টার জয়েন সেক্রেটারী ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামিক সেন্টার অফিস সেক্রেটারী এ্যাড. হারুনুর রশিদ, নির্বাহী সদস্য মো মনছুরুল হক, আব্দুস সালাম, জামশেদুল আযম সহ সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত