বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

রাঙামাটিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

‎মো. কামরুল ইসলাম ফয়সাল , রাঙামাটি
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের স্বতন্ত্র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ।
‎রাঙামাটি পৌরসভার ২নং ওয়ার্ডের প্রতিনিধি মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, পৌরসভা এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ, ১নং ওয়ার্ড সভাপতি মো. রমজান আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।
‎অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও মানবতার কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
‎এই কর্মসূচির আওতায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন তাদের জন্য অনেক উপকারে এসেছে, যা তাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।

সর্বাধিক পঠিত