শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

রাঙ্গামাটি পাবলিক কলেজের গভর্ণিং বডি অনুমোদন

 

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর উপজেলাধীন
রাঙ্গামাটি পাবলিক কলেজের গভর্ণিং বডির অনুমোদন প্রদান করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. ছরওয়ার আলম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৩(১) অনুসারে দুই বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

গভর্ণিং বডির সভাপতি পদে সংস্থা প্রধান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ কে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে কলেজে কর্মরত দুই শিক্ষক মুকুল কান্তি ত্রিপুরা ও নবায়ন চাকমা কে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন মোহাম্মদ জাহিদুল ইসলাম ও তরুণ বিকাশ চাকমা। মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন গোপা চাকমা। শিক্ষানুরাগী সদস্য হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক শাওন ফরিদ কে মনোনীত করা হয়। তাছাড়া, কলেজের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।

তিনটি শর্ত সাপেক্ষে এ গভর্ণিং বডির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: (১) প্রবিধান ৪২(১) মোতাবেক বোর্ড কর্তৃক কমিটি অনুমোদন পূর্বক এ প্রজ্ঞাপন জারীর পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে গভর্ণিং বডির প্রথম সভা অনুষ্ঠান করতে হবে; (২) প্রবিধান ৪২(২) মোতাবেক গভর্ণিং বডি এর কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের জন্য যতবার প্রয়োজন ততবার সভায় মিলিত হবে। তবে শর্ত থাকে যে, প্রতি পঞ্জিকা বর্ষের প্রতি তিন মাসে গভর্ণিং বডির ন্যূনতম একটি সভা অনুষ্ঠান করতে হবে; (৩) প্রবিধানমালার আলোকে গভর্ণিং বডি সংক্রান্ত যাবতীয় বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সর্বাধিক পঠিত