শনিবার, এপ্রিল ৫, ২০২৫

রাঙ্গুনিয়া পদুয়া রাবার ড্যাম পরিচালনা কমিটি গঠন

জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া ও দুধ পুকুরিয়া এলাকায় ১৮ই ডিসেম্বর বুধবার সন্ধা ৭ঘটিকায় নাপিত পুকুরিয়া জব্বার মার্কেটের সামনে স্হানী কৃষক ও জমির মালিকদের রাবার ড্যাম পরিচালনা কমিটির উদ্যোগে কৃষকদের নিয়ে মত বিনিময় সভা বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম মেম্বারের সভাপতিত্বে মফিজ উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনার সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডলুপাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার আবুল কালাম, নুরুল ইসলাম মেম্বার, আব্দুল জলিল মেম্বার, হাছান মেম্বার, মাহবুব নাছির উদ্দীন রকসি, মাসুদ চৌধুরী, মোহাম্মদ রাসেল, আবু মুছা তালুকদার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সোহেল, ওয়ায়েজ, সাহাবউদ্দি, এরশাদ সহ অন্যান্নরা।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ একটি কৃষি বন্ধব দেশ, এদেশের মাটি চাষাবাদের জন্য খুবই উপযোগী, এ মাটিতে যেকোন ধ্বরণের বীজ পড়লেই, সেই বীজকে অঙ্কুরিত করে সহজের সবুজ মাঠেই রুপান্তরিত, আপনারা সেই কৃষক, যাদের পরিশ্রমেই উৎপাদিত হয় মাঠের সোনালী ফসল, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকলে যেকোন কঠিন কাজ সহজভাবে করা যায়, এজন্যই আপনাদের কমিটি দরকার। কমিটির মাধ্যমে রাবার ড্যামের সুরক্ষা ও কৃষকদের মাঝে সুস্থ পানি বন্টন সম্ভব হবে, নিবার্চিত কমিটির সকল সদস্যদের দিক নির্দেশনায় এগিয়ে যাবে এই অঞ্চলের কৃষকের স্বপ্ন।

আলোচনা অনুষ্ঠান শেষে সকলের সর্বসম্মতি ত্রুমে আরজু তালুকদারকে সভাপতি, আবু মনছুরকে সাধারণ সম্পাদক, আব্দুল মান্নানকে অর্থ সম্পাদক করে ৩১জন বিশিষ্ট কমিটি গঠন করেন।

সর্বাধিক পঠিত