
মো.কামরুল ইসলাম ফয়সাল , রাঙ্গামাটি
রামগড় খাগড়াছড়ি খাগড়াছড়ি মানিকছড়ি ও রাঙ্গামাটির মানিকছড়ি বেতবুনিয়া সড়ক ফোর লেইনে উন্নিত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সু প্রদীপ চাকমা।
তিনি আজ রাঙ্গামাটিতে রাঙ্গপানী হ্যাচারি এলাকায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে ডিস্ট্রিক্ট কাউন্সিল রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
পার্বত্য উপদেষ্টা বলেন, যোগাযোগ এদেশের অন্যতম মাধ্যম। রাঙ্গামাটি-খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সহজ করতে নানিয়ারচর -লংগদুর সড়ক নির্মান কাজও দ্রুত শেষ হবে ।
এর আগে পার্বত্য উপদেষ্টা রাঙাপনীর হ্যাচারী এলাকার বোটানিক্যাল গার্ডেনের ৩৩ একর জায়গার উপর ৩ কোটি টাকা ব্যয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল রেসিডেন্সিয়াল কলেজের একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।