শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

রেডিও মেকানিক ও সুফি সাধক ছায়েদ মিয়া’র ইন্তেকাল

নাসিরনগর প্রতিনিধি- নিহারেন্দু চক্রবর্তী

ব্রাহ্মণবাড়িয়া’র অন্তর্গত নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের পূর্বপাড়া নিবাসি মো. ছায়েদ মিয়া ওরফে কাচা আবু মিয়া ফকির ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে…..রাজিউন)

রোববার সন্ধ্যা ৬: ৪৫ মিনিটে কুলিকুন্ডা খাজা মীরধার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

উল্লেখ্য একসময়ে সব বয়সের বিনোদনের একমাত্র ঠিকানা ছিল রেডিও। মাত্র গুটিকতেক বাড়িতে টেলিভিশন ছিলো। তাই রেডিওতে শোনা হত পছন্দের শিল্পীর কণ্ঠে কোনও গান,দেশ বিদেশের কোনও সংবাদ কিংবা খেলার মাঠের প্রবল উত্তেজনার মুহূর্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বই পালন করে এসেছে রেডিও। সেই সময়কার রেডিও সারানোর মেকানিক ছিলেন মো. ছায়েদ মিয়া। রেডিও সারাই শেষে যে যা দিত তিনি তাই গ্রহণ করতেন। কোনরকম চাহিদা ছিলোনা তার।কেউ মজুরি না দিলেও মুখ ফুটে কিছু বলতেন না।

প্রচলিত রয়েছে তিনি অন্তত গত ৪০ বছর যাবত গোসল করেননি ।অথচ শরীরে ছিলোনা কোন দুর্গন্ধ। লোকমুখে জানা যায়,তিনি ছিলেন একজন আধ্যাত্মিক ও সূফি সাধক।

সর্বাধিক পঠিত