শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

লোহাগাড়ায় কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে লোহাগাড়া উপজেলার কলাউজান সুখছড়ি গৌরসুন্দর বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রদান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল হিকের সভাপতিত্বে সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন,সাংবাদিক জুমায়ুন সিকদার, আনছার হোসেন, ইসলাম মাহমুদ,বিএনপি নেতা হেলাল উদ্দিন ব্যবসায়ী ও সমাজ সেবক আবু তাহেরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত