
লোহাগাড়ার আমিরাবাদের জমি নিয়ে বিরোধের জেরে ভাই, ভাতিজা, ভাবির হামলায় নুরুল আবছার (৫০) নামে এ যুবক গুরুতর আহত হয়েছেন।
৪ এপ্রিল (শুক্রবার) দুপুর ২টার দিকে উত্তর আমিরাবাদ মীর পাড়া কালো পণ্ডিতের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত আবছার ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
এঘঠনায় থানায় তার ভাতিজা মোহাম্মদ আরফাত (২০), মোহাম্মদ রিফাত (২২), ভাই মাহামুদুর রহমান ভাবী রাশেদা বেগম (৪৫)কে বিবাদী করে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ভুক্তভোগী আবছার।
জিডির অভিযোগ উল্লেখ করেন দীর্ঘদিন ধরে
পৈত্রিক সম্পত্তিসহ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আবছারের সাথে বিরোধ সৃষ্টি করে আসছে বিবাদীরা। প্রায় সময় তাকে ও পরিবারের লোকজনকে মারধর করার অভিযোগও করেন তিনি। যার ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটার সময় উল্লেখিত বিবাদীরা আমিরাবাদ ০৪নং ওয়ার্ড, মীর পাড়া, কালো পড়িতের বাড়ীর চলাচলের রাস্তায় আবচারকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মেরে থেঁতলানো ও নীলা ফুলা জখম করে। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।
এসব অভিযোগ জানতে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে এ ব্যাপারে আইনহত ব্যবস্থা নেয়া কথা জানিয়েছে পুলিশ।