বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

লোহাগাড়ায় সাবেক ছাত্রদল নেতা স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাবেক ছাত্রদল নেতা মরহুম মুহাম্মদ ইউনুছ বাপ্পীর স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার পদুয়া নয়াপাড়া আদর্শ ফোরকানিয়া মাদরাসা পরিচালনা কমিটির আয়োজনে নয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক ও পদুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন।

সমাজসেবক আবদুল জব্বার সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা এহেছানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শাকিল মোহাম্মদ নয়ন, নোমান, ব্যবসায়ী এনামুল হক, ছাত্রনেতা গিয়াস উদ্দিন, জাহেদ, সিফাত, মিশু প্রমুখ।

সর্বাধিক পঠিত