
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছে খাগড়াছড়ি সেক্টর ও খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।
১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বিজিবি’র হেলিপ্যাড মাঠে ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, বিজিবি সবসময় শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবি কতৃক এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি কতৃক এমন মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।