
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রামের বৈষম্য দূর করে পাহাড়ী-বাঙালী সহ সকলের সম-অধিকার নিশ্চিতের লক্ষ্যে দেশপ্রেম ও সম্প্রীতি’র স্লোগান সামনে নিয়ে “পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন” এর খাগড়াছড়ি জেলা শাখার ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি সদরের কলাবাগান সংগঠনটির স্থায়ী কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি নির্বাচিত হোন, দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হোন, সাবেক ছাত্র নেতা মো. আসাদ উল্লাহ আসাদ এবং সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।
সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো অবিচল থাকবে “পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন”।
এছাড়াও সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ আসাদ বর্তমান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অঙ্গ-সংগঠন পার্বত্য ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলেন।
আসাদ উল্লাহ আসাদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আগামীতেও অব্যাহত হবে। ন্যায় সংগত দাবির আন্দোলন আরও শক্তিশালী হবে।
এছাড়াও এ কমিটিতে জেলার জনপ্রিয় জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী প্রতিনিধিরাও আছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের পূর্ব মুহূর্তে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় সব নাগরিকের সমান অধিকারের দাবিতে বর্তমান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে অপ্রতিরোধ্য গড়ে ওঠে। তারই ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে “পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন” যা পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর নাগরিকের যৌক্তিক অধিকার আদায়ে সচেষ্ট ভূমিকা রাখবে বলে আশা সকলের।