
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারদিন রহমানের বাড়ির দেয়ালে হুমকিমূলক লেখা দেখা গেছে। গত রোববার (১২ জানুয়ারি) রাতে এ লেখা দেওয়ালে দেখা যায়, যা সোমবার (১৩ জানুয়ারি) পরিবারের নজরে আসে।
লেখাটিতে বলা হয়েছে, ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ বিষয়টি জানার পর ফারদিনের পরিবার আতঙ্কিত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ফারদিন রহমান স্থানীয় একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার পরিবার জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার কারণে আগেও তাকে নানা ধরনের হুমকির মুখোমুখি হতে হয়েছে।
গত বছর জুলাইয়ে চারঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিলে অংশ নেওয়ার কারণে ফারদিনসহ কয়েকজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর তিনি মুক্তি পান।
ফারদিন জানান, রোববার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পর দেয়ালে এই লেখা দেখতে পান। পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত। তার বাবা-মা বেশিরভাগ সময় বাড়িতে একা থাকেন, যা উদ্বেগ আরও বাড়িয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
পরিবারটি এখন প্রশাসনের সহযোগিতা এবং সুরক্ষার আশায় রয়েছে।