ডেস্ক রিপোর্ট
সাজেকের দুর্গম মাচালং বাজার এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুর্গম মাচালং বাজার এলাকার তিন শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ দেয়া হয়।
দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের সময় বাঘাইহাট সেনা জোনের মাচালং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তানভীর আহমেদ খাঁন উপস্থিতি ছিলেন। এবং রোগী দেখেন, আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান (এমবিবিএস, এএমসি), মেডিকেল টিমের অনান্য চিকিৎসকগণ।
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে খুশি হোন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।