বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের মাঝে বিজিবির সহায়তা প্রদান

 

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি

সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪৩ টি লুসাই ও ত্রিপুড়া পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা দিয়েছে খাগড়াছড়ি বিজিবি সেক্টর ও এর আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি), মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

সহায়তা হিসেবে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা-বাটি, গ্লাস, কলসি, মগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয় এবং পাশাপাশি নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সহায়তা প্রদান করেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিএসসি, জি)।

এ সময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

পরে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, সাজেকে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী (সোমবার) সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের বসতবাড়ি, রির্সোট-কটেজ, রেস্টুরেন্টসহ ৯৫টি স্থাপনা পুড়ে যায়। এতে অন্তত ১শ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

সর্বাধিক পঠিত