মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

সীতাকুণ্ডে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন সম্পন্ন

 

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের  শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম খোকন। সম্মেলনে উদ্বোধক ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক শমির। প্রধান বক্তা ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ চৌধুরী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলি, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দৌলা। এতে সোনাইছড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সর্বাধিক পঠিত