মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

সেনাবাহিনী ও র‍্যাবের পোশাকে সাড়ে ৭৫ লাখ টাকার ডাকাতি, গ্রেফতার ১১

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি, গ্রেফতার ১১

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মো. মাসুদুর রহমান (৪৭)। তাদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার এবং দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ অক্টোবর গভীর রাতে সংঘটিত ডাকাতির মামলায় জড়িত তিন ডাকাতকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, র‍্যাব এই ঘটনায় আরও আটজনকে গ্রেফতার করেছে। র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য এবং বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

ডাকাতির ঘটনা ঘটে গত শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে। মুখে মাস্ক পরা এবং সেনাবাহিনীর পোশাকধারী ব্যক্তিদের দেখে বাড়ির দারোয়ান গেট খুলে দেন। এরপর ডাকাত দল ভবনের তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে প্রবেশ করে। তাদের সঙ্গে র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকধারী ব্যক্তিরাও ছিল।

ভুক্তভোগী আবু বকর জানান, ডাকাতরা তার বাসায় ঢুকে তাকে জানায় যে, তার বৈধ অস্ত্র থানায় জমা দেওয়া হয়নি এবং সেটি নিতে এসেছে। আবু বকর অস্ত্র থানায় জমা দেওয়ার কথা বললেও ডাকাতরা কোনও কথা না শুনে আলমারিগুলো খুলে তছনছ করে এবং সেখান থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এরপর তারা তার অফিসে গিয়েও একই কায়দায় আলমারি খুলে টাকা নিয়ে চলে যায়। পুরো ঘটনা চলতে থাকে প্রায় এক ঘণ্টা, এবং ভোর সোয়া ৪টার দিকে তারা বাসা থেকে বের হয়ে যায়।

সর্বাধিক পঠিত