বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

হাজারী গলি: যৌথবাহিনীর ওপর এসিড ও কাঁচের বোতল দিয়ে হামলা

চট্টগ্রাম প্রতিনিধিঃ ইরফান আলী ফাহিম

চট্টগ্রামের টেরীবাজার এলাকার হাজারী গলিতে উত্তেজনার জেরে যৌথবাহিনীর ওপর এসিড ও কাঁচের বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী অভিযানে নেমে সন্দেহভাজন ৮০ জনকে আটক করেছে।

ঘটনার সূত্রপাত

মঙ্গলবার বিকেলে ওসমান আলী নামে এক ব্যক্তির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। টেরীবাজারের হাজারী লেনে আনুমানিক ৫০০-৬০০ জন লোক জড়ো হয়ে ওসমান আলী ও তার ভাইকে হত্যার হুমকি দেয় এবং তার দোকানে হামলার পরিকল্পনা করে। স্থানীয় কন্ট্রোল রুমের নির্দেশে দ্রুত সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে।

হামলার ঘটনা

সংবাদ সম্মেলনে কর্নেল ফেরদৌস আহমেদ জানান, উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উগ্র জনতা যৌথবাহিনীর ওপর এসিড, ইট-পাটকেল ও ভাঙা কাঁচের বোতল দিয়ে হামলা চালায়। এই হামলায় সেনাবাহিনীর ৫ জন এবং পুলিশ সদস্য ৭ জন আহত হন। সেনাবাহিনীর ৫ সদস্যকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া একটি পিকআপ ভ্যানের উইন্ডশিল্ডও ভেঙে ফেলা হয়।

অভিযান ও আটক

রাত সাড়ে ৯টার দিকে যৌথবাহিনীর ১০টি টহল দল পুনরায় অভিযান চালালে দুষ্কৃতকারীরা আবারও হামলা চালায়। অভিযানের মাধ্যমে যৌথবাহিনী ৮০ জন সন্দেহভাজনকে আটক করে। বর্তমানে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের শনাক্তের কাজ চলছে।

নিরাপত্তা ব্যবস্থা

চট্টগ্রাম নগরের হাজারী গলি ও অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত