সোমবার, এপ্রিল ৭, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর তারুণ্যের মেলবন্ধন, রম্য বিতর্ক ও সেমিনার অনুষ্ঠিত

বাশঁখালী( চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে “তারুণ্যের ভাবনায় বাঁশখালী” শীর্ষক সেমিনার, মিলনমেলা ও আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা ২৮ই অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার লেকচার হলে অনুষ্ঠিত হয়েছে।

“স্টুডেন্ট এলায়েন্স অফ বাঁশখালী” এর আয়োজন করেন। আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, ঢাকায় অবস্থানরত বাঁশখালীর শিক্ষার্থীদের একত্রিত করে বাঁশখালীর উন্নয়ন, সমস্যাবলী ও সম্ভাবনা নিয়ে নতুন প্রজন্মের ভাবনা তুলে ধরা।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক বাঁশখালীর সন্তান কাজী জামশেদ, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের পিএস টু চেয়ারম্যান হাসনাত হিরো, মীর মিজান এন্ড এসোসিয়েটস-এর প্রতিষ্ঠাতা এডভোকেট মিজান শিকদার, কুয়েত এমব্যাসির মিশন সেক্রেটারি ফারুক আজম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন।

আলোচনায় বাঁশখালীর পর্যটন শিল্পের সম্ভাবনা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাঁশখালীর ভূমিকা, ট্রাফিক সমস্যা ও তার সমাধান, এবং আইনগত জটিলতা নিরসনে বাঁশখালীতে লিগ্যাল এইড ফোরাম গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করা হয়।

আয়োজকদের মুখপাত্র আরকানুল ইসলাম রূপক বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে, বাঁশখালীর শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে অপসংস্কৃতি, অন্যায়, অনিয়ম,অবিচার ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি সমৃদ্ধ বাঁশখালী গড়ে তোলা। এজন্য প্রেসার গ্রুপ এই প্লাটফর্মের মাধ্যমে কার্যকরী ভূমিকা পালন করতে চাই।”

দিনব্যাপী আয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা ও “ইউনিয়ন সেরার মহড়া” শীর্ষক আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা। সাংস্কৃতিক পর্বে পরিবেশনা করেন জনপ্রিয় ব্যান্ড দ্যা ক্যাফেনিয়ারস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির শিল্পী রবিন। শেষ অংশে বাঁশখালীর শিক্ষার্থীরা নিজেদের আঞ্চলিক পরিবেশনা নিয়ে অনুষ্ঠানকে মাতিয়ে তুলেন।

ইউনিয়ন সেরার মহড়ায় প্রথম স্থান অর্জন করেন সাধনপুর ইউনিয়ন প্রতিনিধি জিহান মুহুরি, দ্বিতীয় স্থান কাথারিয়ার প্রতিনিধি ফারিব মুনতাসীর ও তৃতীয় স্থান অর্জন করেন গণ্ডামারা প্রতিনিধি কলিম উল্লাহ মিসবাহ।

একটি সমৃদ্ধি বাঁশখালী গড়তে সমস্যা গুলো খোঁজে বের করে সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের চেষ্টা আলোচনায় গুরুত্বারোপ করেছে।ভবিষ্যতে বাঁশখালীর সার্বিক উন্নয়নে তরুণ প্রজন্মের এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজক ও অতিথিরা আশা ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত