এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)।
খাগড়াছড়ি সদর সেনা জোনের ঘাসবন আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে ঘাসবন আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার খড়গ পাড়া স্কুলের মাঠে আশপাশের শতাধিক শীতার্ত মানুষের মাঝে খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল হাসান। এ সময় সেনাবাহিনী থেকে বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে খুশি হোন উপকার ভোগীরা।