
মো:কামরুল ইসলাম ফয়সাল,রাঙ্গামাটি।
রাঙ্গামাটিতে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। কালীপূজা উপলক্ষে বৃহস্পতিবার রাঙ্গামাটির বিভিন্ন মন্দিরে পুজা অর্চনা চলে। শ্যামার মুল পুজা অনুষ্ঠিত হয় মধ্য রাতে। কালী পূজা উপলক্ষে সন্ধ্যা থেকে মন্দিরে মন্দিরে দীপাবলি, সন্ধ্যারতি ও শ্যামা সংগীত পরিবেশন করা হয়।
বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের ভক্তরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের আত্মার শান্তি কামনা করে স্মরণ করেন।
কালী পূজা উপলক্ষে রাঙ্গামাটির শ্রী শ্রী রক্ষাকালী মন্দির তবলছড়ি , শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মাতৃমন্দির বি.এস ভবন ২নং পাথর ঘাটা, ভেদভেদী কালী মাতৃ মন্দির, রিজার্ভ বাজার মনসা ও কালী মন্দির, আসামবস্তি শিব মন্দির, সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন মন্ডপে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বাঘাইছড়ি, কাপ্তাই,নানিয়ারচর, বিলাইছড়িসহ প্রায় প্রতিটি উপজেলার মন্দিরগুলোতে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।এদিকে সন্ধ্যা থেকে মন্দিরগুলোতে ভক্তবৃন্দের সমাগম ঘটেছে।ভক্তরা সারাদিন উপোস পালন করে পূজার্চনা পালন করছেন।
সন্ধ্যায় সন্ধ্যারীতি ও রাতে পূজার মাধ্যমে শেষ হবে কালীপূজা।