
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা এবং মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বিস্ফোরকসহ হামলা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এবং সন্দেহভাজন আসামি।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মোস্তফা আলমগীর (৩৫), যিনি নাসিরনগর উপজেলার ১০ নং গোকর্ণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং বিস্ফোরক মামলার ১১৭ নং এজাহারভুক্ত আসামি। অন্যজন ছানাউল শাহ (৩৮), ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা এবং বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি।
উল্লেখ্য, বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতারকৃত মোস্তফা আলমগীর বিগত আ.লীগ সরকারের সময় ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়াসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি সাবেক বিতর্কিত সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নির্দেশে বিশেষ সাইবার টিমের অ্যাডমিন হিসেবে উস্কানি ও গুজব প্রচারে সক্রিয় ভূমিকা পালন করতেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।