
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা সদরের প্রধান সড়কগুলোতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম তাকিউল ইসলাম ও কেএম মারজান তুষার। মিছিলে বিপুল সংখ্যক ছাত্রদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। তাঁরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোজাহিদ চৌধুরী, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ মামুন, চারতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, কলেজ ছাত্রদল সভাপতি প্রার্থী ইশতিয়াক আহমেদ তপু এবং অন্যান্য নেতৃবৃন্দ।