
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার জি আর সাজাসহ(দুই বছর) মোট ১২ টি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাবেদ (৩৪) কে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে ২: ০০ ঘটিকায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জাবেদ নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মিয়াজান এর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে বুধবার (১৩ নভেম্বর) রাতে নাসিরনগর থানার এ এসআই মোমেন ভূঁইয়া, এ এস আই মো. জহিরুল ইসলাম,এ এস আই মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুড়িশ্বরের আশুরাইল পৌঁছে তাকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাসিরনগর থানায় সাজা সহ ওয়ারেন্ট ১ টি এবং সর্বমোট ১২ টি ডাকাতি মামলা রয়েছে। আটক আসামিকে নাসিরনগর থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।