
ডেস্ক রিপোর্ট, চিটাগং ট্রিবিউন:
ডি-৮ সম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার রাতে মিসরের উদ্দেশে যাত্রা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তাঁর উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক এবং কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকু সফর করেন।
কপ-২৯ সম্মেলনে ড. ইউনূস জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করেন এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন।
মিসরে অনুষ্ঠিতব্য ডি-৮ সম্মেলনেও তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো উপস্থাপন করবেন বলে জানা গেছে।
চিটাগং ট্রিবিউন | আপডেট নিউজ, সবার আগে।