
জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় ২০শে ডিসেম্বর শুত্রুবার বিকাল ৩ঘটিকায় সোনারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর সহযোগিতায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আমিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমীর মোহাম্মদ আলাউদ্দিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের ব্যবস্হাপনা পরিচালক এটিএম রেজাউল করিম, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ, সেত্রুেটারী মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নজির আহমদ তালুকদার, এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আজিজুল ইসলাম, এতে আরো উপস্থিত ছিলেন প্রফেসার আব্দুল গফুর, জানে আলম, মুজিবুর রহমান, মাওলানা আহমদুর রহমান, কাজী মোহাম্মদ আলমগীর, অলি আহমদ
এতে ওয়াইজ পরিবেশন করেন ঢাকা যাত্রাবাড়ি জুরাইন বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মনিরুজ্জামান ফারুকী, মাওলানা শওকত হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শওকত হোসেন নুরীসহ অন্যান্নরা।