
চিটাগং ট্রিবিউন ডেস্ক: ইংরেজি বর্ষের শেষ দিন ৩১ ডিসেম্বরকে ঘিরে কক্সবাজারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। আগামী ২৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো শহর।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে সাদা পোশাকে পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। শহরের যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উন্মুক্ত কোনো আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তবে কিছু তারকা মানের হোটেলে অভ্যন্তরীণ আয়োজন হচ্ছে, যেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কক্সবাজারের লাইসেন্সপ্রাপ্ত সব পানশালা (এলকোহল বার) ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
চিটাগং ট্রিবিউন
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪