
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)
খাগড়াছড়িতে সেনা রিজিয়নের আয়োজনে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ঢাকা লালবাগ ফ্রেন্ডন্স ভেটারেন্স ক্লাব বনাম খাগড়াছড়ি সোনালী অতীত ক্লাবের মধ্যে এ প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী এ ম্যাচের নির্ধারিত সময় শেষে গোল শূন্য থাকায় লালবাগ ফ্রেন্ডন্স ভেটারেন্স ক্লাব ও খাগড়াছড়ি সোনালী অতীত ক্লাবকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এ সময় সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।