শনিবার, এপ্রিল ৫, ২০২৫

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক 

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ রবিবার (২৫ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য দুই আসামি হলেন পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা সংঘবদ্ধভাবে নাসির উদ্দিন মাহমুদের ওপর হামলা চালান এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

আদালতের নির্দেশ অনুযায়ী মামলার বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত