শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ইবির ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে দোয়া ও ইফতার মাহফিল

 

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ।

রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ একাডেমিক ভবনের চারতলায় রোজার ৮ম দিনে এটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান, বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার, ডিপুটি রেজিস্ট্রার এনামুল হক এবং ইবির কেন্দ্রীয় মসজিদের পেশ খতিব আশরাফ আলী খান আজহারী সহ বিভাগের শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

বিভাগের সভাপতি মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এরকম বরকতময় দোয়া মাহফিলের আয়োজন করতে পেরেছি। একজন মুসলিম হিসেবে রমজানের পবিত্র রক্ষার জন্য আমরা সর্বোচ্চ সচেতন থাকবো। সবার প্রতি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।”

এসময় দোয়া মোনাজাতের আগে কেন্দ্রীয় মসজিদের ইমাম বলেন, ” আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন। এটা আমরা বজায় রাখতে পারবো যদি তার দেয়া বিধিনিষেধ মেনে চলতে পারি। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে- এই ক্ষতি থেকে বাঁচতে ঈমান, তাকওয়া, ভালো কাজ ও সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ দেয়া সহ কুরআনের বিধান মেনে চললেই প্রকৃত মুমিন হতে পারবো। মাহে রমজানে আমরা যেভাবে আল্লাহর বিধিনিষেধ মেনে চলি পরবর্তী সকল মাসেও যদি সেভাবে মেনে চলি তাহলে পরকালে আমরা সফলকাম হবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যতের প্রবেশদার, ছাত্র জীবনকে আমরা যেভাবে আকার দিবো ভবিষ্যৎ জীবনও সেভাবে অতিবাহিত করতে পারবে। এজন্য ইহকাল পরকালে সফলকাম হতে হলে ছাত্র জীবনে ন্যায়নিষ্ঠ হতে হবে।

সর্বাধিক পঠিত