শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় শেভরণ হাসপাতাল সাময়িক বন্ধ

 

ওয়াহিদুল ইসলাম, পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ভুল চিকিৎসায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগে শেভরণ হাসপাতালটি চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা  সিভিল সার্জন।

শনিবার (১৫ মার্চ) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, শিশু মৃত্যুর ঘটনায় উদ্ভুত পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনায় শেভরন হাসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুর আফসা নামে শিশুটি।
শিশুটির কানে সমস্যা ছিল, একই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত ছিল। চার মাসে ওই শিশুটির ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালে ভাঙচুর করে রোগীর স্বজনরা।

সর্বাধিক পঠিত