
রাজু দাশ (চকরিয়া প্রতিনিধি)
কক্সবাজার জেলার চকরিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করেনজিয়া উদ্দিন কাজল (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর খবর পেয়ে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।
গতকাল রোববার রাত ৮ টার দিকে উপজেলার খুটাখালীস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোমবার দুপুর ১ টার দিকে পৌরশহরে নিউজ পয়েন্ট এ সংবাদ সম্মেলন হয়।
অপহৃত জিয়া উদ্দিন কাজলকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন তার স্ত্রী নুসরাত জাহান নিপা তার ছেলে নুর জামিন।
নিখোঁজ ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজল। তার বাড়ি উপজেলার খুটাখালী ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া গ্রামে।
লিখিত বক্তব্যে জিয়া উদ্দিন কাজলের স্ত্রী নুসরাত জাহান নিপা জানান, চকরিয়ায় চিহ্নিত সন্ত্রাসী শিব্বির আহমদ (৫০), নাছির উদ্দিন বাবুল (৩৫), মো: সালাহ উদ্দিন (৩৬), জমির উদ্দিন (৪৭), মো. আলী প্র: আলী আহমদ (৪৫), রাশেদুল ইসলাম (৩৮), মো: মিন্টু (৪০)সহ অজ্ঞাত২- ৩জন পরিকল্পিতভাবে আমার স্বামীকে অপহরণ করেন। গতকাল রোববার রাত ৮ টায় আমার স্বামী জিয়া উদ্দিন কাজল খুটাখালী বাজারে ব্যক্তিগত কাজ শেষ করে তার ব্যবহৃত ইয়ামাহা মোটর সাইকেল নং- চট্টমেট্টো-১১-২৪৪৩ যোগে বাড়ির যাওয়ার পথে ওই সন্ত্রাসী আসামীগণ পূর্ব শত্রুতার আক্রোশে পরিকল্পিতভাবে অস্ত্র মুখে জিম্মি করে ২টি অজ্ঞাত নাম্বারের মোটর সাইকেল ও ১টি সি.এন.জি গাড়ী যোগে অতর্কিতভাবে আমার স্বামীর পথরোধ করে এলোপাতাড়িভাবে আঘাত করে। আমার স্বামীর ব্যবহৃত উল্লেখিত মোটর সাইকেলসহ সন্ত্রাসীগণ আমার স্বামীকে জোর পূর্বক টানা-হেঁছড়া করে তাহাদের গাড়ীতে তুলে খুটাখালী বাজারের পশ্চিমে খুটাখালী বহলতলী লালগোলা রোড দিয়া আমার স্বামীকে অপহরণ করে চিংড়ি প্রজেক্ট এলাকার গোপন স্থানে নিয়ে যায়। তাৎক্ষনিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ১৮ ঘন্টা হয়ে গেলেও এখনো আমার স্বামীকে উদ্ধার করতে সম্ভব হয় নাই।
জিয়া উদ্দিন কাজলের বড় ভাই সমশু উদ্দিন বলেন, খুটাখালী বাজারে জনসম্মুখে অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার ভাইয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায়। এই ব্যাপারে থানায় অভিযোগ করেছি, আমার ছোট ভাইকে দ্রুত সময় আমার পরিবারের কাছে ফেরত চাই। সন্ত্রাসী শিব্বির আহমদ (৫০), নাছির উদ্দিন বাবুল (৩৫), মো: সালাহ উদ্দিন (৩৬), জমির উদ্দিন (৪৭), মো. আলী প্র: আলী আহমদ (৪৫), রাশেদুল ইসলাম (৩৮), মো: মিন্টু (৪০)সহ অজ্ঞাত ২- ৩ জনের দৃষ্টান্ত মূলক বিচার চাই। আমরা পরিবার নিয়ে নিরাপদে থাকতে চাই। পুলিশ এখনও জিয়া উদ্দিন কাজলকে উদ্ধার করতে পারেনি। আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের টিম অপহৃতকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অপহৃতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জড়িততে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।