শনিবার, এপ্রিল ৫, ২০২৫

খাগড়াছড়িতে চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি’র শীতবস্ত্র বিতরণ

 

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)

খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে, চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি।

বুধবার দুপুরে জেলা সদরের চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি কার্যালয়ে জেলা সদর ও পৌর এলাকার প্রায় সাড়ে তিনশত শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন, জেলা চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি, খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এ সময় খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত