
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি প্রতিনিধি)
জেলার দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘণশ্যাম ত্রিপুরা মানিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এরশাদকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে মতবিনিময় সভা শেষে ফেরার পথে প্যানেল চেয়ারম্যান ঘণশ্যাম ত্রিপুরাকে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ। এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এরশাদকে দীঘিনালা থানা বাজার থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া। তিনি জানান, যে দু’জনকে আটক করা হয়েছে তাঁদের বিরুদ্ধে পূর্বে থানায় মামলা রয়েছে।