
চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা, ট্রাক সহ ০৩ অটক
চট্টগ্রাম প্রতিনিধি
গতকাল সোমবার গভীর রাতে চান্দগাঁও থানাধীন কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে, বাস স্টেশনের সামনে ইয়াবাসহ তিনজন পুলিশের হাতে আটক, আসামী ১। মোঃ বেলাল উদ্দিন @ গুরা মিয়া (২৭), পিতা-মৃত ইসহাক আহাম্মদ, মাতা-বদিউজ্জান, সাং-থাইংখালী, গজুঘোনা, ওয়ার্ড নং-০৪, ইউপি-পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। নুরুল আবছার (২৮), পিতা-জয়নাল আবেদীন, মাতা-হালিমা খাতুন, সাং-থাইংখালী, গজুঘোনা, ওয়ার্ড নং-০৪, ইউপি-পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৩। আমির হোসেন (৩৩), পিতা-মৃত মোজাফ্ফর আহাম্মদ,মাতা-জহুরা খাতুন, সাং-তাজনিমা খোলা, ওয়ার্ড নং-০৪, পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদেরকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট ০১(এক) টি মিনি ট্রাক গাড়ী সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে চান্দগাঁও থানার মামলা নং-০৮, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১০(ক)/৩৮/৪১ রুজু করা হয়েছে।
<span;>অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নি:) মোঃ ফয়সাল, এসআই (নি:) মোঃ রাশেদুল ইসলাম, এএসআই (নি:) মোঃ ফারুক, এএসআই (নি:) মোঃ জালাল উদ্দিন