শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ঢাবিতে “ভিসির বাংলোয় ঠাঁই চাই কর্মসূচির” ঘোষণা নারী শিক্ষার্থীদের

 

করিম উল্লাহ – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গণরুম বিলুপ্তি, মূল ক্যাম্পাসেই নতুন হল নির্মাণ এবং অস্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাবির নারীর শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ১৪ জানুয়ারি সকাল ১০ টায় “ভিসির বাংলোয় ঠাই চাই” কর্মসূচির ঘোষণা দেন।

আজ বিকাল ৫ টায় ঢাবির টিএসসির সাংবাদিক সমিতির কার্যালয়ে এই তথ্য জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে নারী শিক্ষার্থীদের পক্ষে ইসরাত জাহান ইমু জানান – প্রায় ১৯ হাজার নারী শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত পাঁচটি হলে মাত্র ৪ হাজার সিটে অবস্থান করছেন ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে, মূল ক্যাম্পাসের বাইরে অবস্থিত তিনটি হলের কারণে শিক্ষার্থীদের নিয়মিত ভোগান্তি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হতে হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন গণরুমকে “বড়রুম” হিসেবে নামান্তর করে কার্যত শিক্ষার্থীদের দুর্দশা উপেক্ষা করেছে এবং আবাসন সমস্যার দায়িত্ব এড়িয়ে গেছে।

এমন অবস্থায়, গত সেপ্টেম্বর, অক্টোবর এবং সর্বশেষ ডিসেম্বর মাসে নারী শিক্ষার্থীরা শতভাগ আবাসিকীকরণের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হন।

সর্বাধিক পঠিত