শনিবার, এপ্রিল ৫, ২০২৫

নাসিরনগরে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ 

শুক্রবার (১৪ই মার্চ ২০২৫ ) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের বেড়িবাধ এলাকায় কুকুরিয়া খাল (ভাঙা ব্রিজ সংলগ্ন) নামক স্থানে অনুমতিবিহীন কৃষি জমি থেকে ফসলি জমির মাটি কাটার দায়ে গোকর্ন (২ নং ওয়ার্ড) উত্তর পাড়ার সাবুল মিয়া নামক একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন, ২০২৩ এর ৭(ক) এর “গ” ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার কাজি রবিউস সারোয়ার

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জমির উর্বরতা নষ্ট করে ভেকু দ্বারা অবৈধভাবে মাটি কর্তন করায় এ জরিমানা প্রদান করেন।

 

অভিযুক্ত সাবুক মিয়াকে এর আগে বারবার প্রশাসন থেকে সতর্ক করার পরেও সে আইন অমান্য তথাকথিত রাজনৈতিক নেতার ইশারায় রাতের আধাঁরে মাটি কাটার কাজ অব্যাহত রাখে।

 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন, ২০২৩ এর ৭(ক) এর “গ” ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় সর্বনিম্ন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ টাকার অর্থদন্ড সহ ২ বছরের জেল এর বিধান রয়েছে।

অভিযুক্ত সাবুল মিয়ার ছেলে রোমান মিয়া নিজ অপরাধ স্বীকার করে আর অবৈধভাবে মাটি কাটবেনা বলে প্রতিশ্রুতি দেয়াতে এলাকাবাসীর সুপারিশে তাকে বিজ্ঞ মোবাইল কোর্ট এবারের মতো তার ভেকু জব্দ বা তাকে গ্রেফতার করেনি, তবে সর্বনিম্ন শাস্তি স্বরুপ তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় সহকারি কমিশনার( ভূমি)কাজি রবিউস সারোয়ার এর সাথে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতা সৈয়দ আবেদ উল্লাহ নিউটন সহ গোকর্ণ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাসিরনগর থানার পুলিশ সদস্যরা।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার বলেন, ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা যাবে না। এ ধরনের অভিযান সমগ্র উপজেলায় অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত