শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

পটিয়ায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই হোতা গ্রেফতার!

ওয়াহিদুল ইসলাম, পটিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই হোতা গ্রেফতার হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের মাত্র দুই ঘণ্টার মধ্যে পটিয়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে এই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের ফয়েজ কালামের পুত্র আবুল কাশেম হৃদয় (২৪) এবং একই ইউনিয়নের মুন্সি বাড়ির আবুল কাশেমের পুত্র এনামুল হক ইমরান (২৪)।

এই চক্রটি দীর্ঘদিন ধরে পটিয়ার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকদের জিম্মি করে খুন-জখমের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছিল। গ্রেফতারের সময় আবুল কাশেম হৃদয়ের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (রেজিঃ নং-চট্টগ্রাম থ-১৪-৮১৮১), একটি স্টিলের চাকু, অভিযোগকারীর মাইক্রোবাসের রোড পারমিট, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদপত্র উদ্ধার করা হয়।

 

জানা যায়, গত ২ মার্চ রাত ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মনসা বাদামতল এলাকায় ওয়ালটন শোরুমের সামনে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে একটি মাইক্রোবাস থামিয়ে ছিনতাই করা হয়। এ সময় কক্সবাজারের ঈদগাঁও এলাকার হাজী নুরুল আলমের পুত্র মাইক্রোবাস চালক শাহা জালালের (৪৫) কাছ থেকে নগদ ৬ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও মাইক্রোবাসের রোড পারমিট, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদপত্র ছিনিয়ে নেওয়া হয়।

 

এ ঘটনায় মাইক্রোবাস চালক শাহা জালাল রাতেই পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই ওবায়েদ উল্লাহ নয়নসহ পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামেন। অভিযানে দুই ঘণ্টার মধ্যেই মহাসড়কের ছিনতাইকারী চক্রের হোতা এই দুই ছিনতাইকারীকে ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করা হলে আসামি এনামুল হক ইমরান (২৪) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন

সর্বাধিক পঠিত