শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ফেনীতে মাটি কাটার বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসনের রাতে অভিযান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:

ফেনীতে মাটি কাটার বিরুদ্ধে রাতের অভিযান অব্যাহত,এস্কেভেটর অকেজো করে ২ ট্রাক জব্দ করেছে ফেনী জেলা প্রসাশন।ফসলি জমির মাটিকাটা প্রতিরোধ করতে রাতে অভিযান চালায় ফেনী সদর উপজেলার ধলিয়া ও মোটবী ইউনিয়নে।অভিযানে ধলিয়ার বাজারের উত্তর পূর্ব পাশে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি বালি পরিবহন করে গণউপদ্রব সৃষ্টিকারী একটি ট্রাক জব্দ করা হয়।পরে মোটবী ইউনিয়ন থেকে আসার পথে আলোকদিয়া নামক জায়গা থেকে মাটি পরিবহনকারী আরো একটি ট্রাক জব্দ করা হয়।এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয়েছে।ট্রাক দুইটি প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।ট্রাক গুলোর বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।এই সময় বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি সজীব তালুকদার।

 

 

সর্বাধিক পঠিত