
মশি উদ দৌলা রুবেল, ফেনী
ফেনীর গোবিন্দপুরে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী সাইদুর রহমানের বিরুদ্ধে।ফেনীর গোবিন্দপুরে স্বামীর নির্যাতনে মারজাহান আক্তার ঝুমুর(১৮) নামে গৃহবধূ মারা গেছেন।পাষণ্ড স্বামীর নাম সাইদুর রহমান।সে ফেনী সদরের দক্ষিণ গোবিন্দপুর কামু ভূঁইয়া বাড়ির শাহাবুদ্দিনের ছেলে।জানা গেছে,গত ২৭ শে ফেব্রুয়ারি পারিবারিক ভাবে ফেনীর সোনাগাজীর আলমপুরের আবদুল আলিমের মেয়ে মারজানের সাথে গোবিন্দ পুরের সাইদুর রহমানের বিয়ে হয়।বিয়ের পরদিন থেকে স্বামীর সাথে নানান কারনে বিরোধ হয় মারজানের।এরই জেরে গত ৪ মার্চ অমানবিক নির্যাতন করে স্বামী ও তার পরিবারের লোকজন।মুুমুর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।কর্তব্যরত চিকিৎসক জানান,মারজানের শরীরের বিভিন্ন স্থানে গরম রডের দাগ দেখা গেছে।১২ দিন চমেকের আইসিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।মারজানের মা জানান নৃশংস ভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে।